Introduction to Coronavirus COVID-19
করোনাভাইরাস কি?
করোনাভাইরাস (CoV) হলো ভাইরাস পরিবারের বিশাল একটি অংশ যা সাধারণ সর্দি-কাশি থেকে শুরু করে আরো অনেক জটিল রোগের সৃষ্টি করে, যেমন মিডল ইস্ট রেসপিরেট্রি সিন্ড্রম (Middle East Respiratory Syndrome, MERS-CoV) এবং সিভিয়ার একিউট রেসপিরেট্রি সিন্ড্রম (Severe Acute Respiratory Syndrome, SARS-CoV)। এটি একটি জুয়োনটিক (zoonotic) ভাইরাস যা কিনা পশুদের সংস্পর্শ থেকে মানব দেহে ছড়িয়ে পরে।
সাম্প্রতিক কালে যে করোনাভাইরাসটি সারা বিশ্বে ভয়াবহতা সৃষ্টি করেছে সেটি আগে কখনো মানুষের মধ্যে দেখা যায়নি। এ ভাইরাসটি প্রথম ধরা পরে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে। ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation, WHO) এ ভাইরাসটির নামকরণ করে রাখে COVID-19।
করোনাভাইরাস কিভাবে ছড়ায়?
১। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে
২। আক্রান্ত ব্যাক্তির হাঁচি-কাশির মাধ্যমে
৩। ভাইরাস আছে এমন কোনো বস্তু স্পর্শ করে সেই হাত নিজের চোখে, মুখে বা নাকে স্পর্শ করলে
করোনাভাইরাসের উপসর্গ
COVID-19 ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার ২-১৪ দিনের মধ্যে নিম্নোক্ত উপসর্গগুলো দেখা যেতে পারেঃ
১। জ্বর ২। কাশি ৩। শ্বাসকষ্ট
করোনাভাইরাস রোধে করনীয়
এখন পর্যন্ত COVID-19 এর কোনো প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি। এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো আক্রান্ত ব্যাক্তি বা বস্তু থেকে দূরে থাকা এবং সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (Centers for Disease Control and Prevention, CDC) কর্তৃক প্রদত্ত নিম্নোলিখিত নিয়মাবলি অনুসরণ করাঃ
১। অসুস্থ কোনো ব্যাক্তির সংস্পর্শে না আসা
২। নিজের চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা
৩। অসুস্থ হলে ঘরের বাইরে না যাওয়া
৪। হাঁচি বা কাশি দেয়ার সময় টিস্যু ব্যবহার করা এবং পরবর্তীতে সেই টিস্যু ডাস্টবিনে ফেলে দেয়া
৫। প্রতিনিয়ত যে সকল সামগ্রী ব্যবহার করা হয় সেগুলো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা
৬। বাইরে চলাফেরা করার সময় মুখে ফেইসমাস্ক ব্যবহার করা
৭। বাথ্রুম ব্যবহারের পরে, খাওয়ার আগে ও পরে, হাঁচি বা কাশির পরে দুই হাত সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড পর্যন্ত ভালো করে ধোয়া
৮। স্বাস্থ্যের অবনতি ঘটলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।